এক ছিল রাখাল ছেলে। তার কাজ ছিল প্রতিদিন গ্রামের পাশে সবুজ মাঠে ভেড়াগুলো চরানো। প্রতিদিন সে ভেড়াগুলোকে মাঠে নিয়ে যেত, পাহারা দিত, আবার বিকেলে বাড়ি ফিরিয়ে আনত। রাখাল ছেলেটি ছিল দুষ্টু স্বভাবের। একদিন সে মজা করে চিৎকার করে বলল,— “বাঘ! …
একসময় এক ঘন সবুজ বনে বাস করত এক খরগোশ ও এক কচ্ছপ।খরগোশ ছিল অত্যন্ত দ্রুতগামী, আর সে এই নিয়ে গর্বও করত।প্রতিদিনই সে বনের অন্যান্য প্রাণীদের বলত,— “আমি এত দ্রুত দৌড়াতে পারি যে কেউই আমাকে হারাতে পারবে না!” শান্ত স্বভাবের কচ্ছপ …